Kolkata

চোখ রাঙাচ্ছে বৃষ্টি, পুজোর প্রস্তুতি নিয়ে মাথায় হাত উদ্যোক্তাদের

Published by
News Desk

গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি সেই শুরু হয় চলেছে বুধবার দুপুর পর্যন্ত। তারপর বিকেল থেকে কিছুটা রেহাই দেয় অঝোর ধারাপাত। বৃহস্পতিবার অনেকেই ভেবেছিলেন যে হয়তো বৃষ্টি থামল। রোদের ঝলকও দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই ফের আকাশের মুখ কালো হতে শুরু করে। দুপুর থেকে ফের প্রবল বৃষ্টি নামে কলকাতা ও শহরতলিতে। বৃষ্টি চলতেই থাকে। যা সন্ধের পর কিছুটা কমে মাত্র, বন্ধ হয়নি।

আবহবিদরা জানাচ্ছেন, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে দক্ষিণ ভারতের দিকে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এই রাজ্যে আরও জলীয় বাষ্প ঢুকিয়ে সক্রিয় মৌসুমি বায়ুকে ইন্ধন দিচ্ছে। যার জেরেই বৃষ্টি চলছে। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি তীব্রতা বাড়ালেও কলকাতা সহ আশপাশের এলাকায় বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে বলেই মনে করছেন আবহবিদেরা। কিন্তু বন্ধ হবে না। বৃষ্টি চলবে। তাই মহালয়া যে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে এমন কথা নিশ্চিত করে বলতে পারছেনা আবহাওয়া দফতরও। তবে হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টি মহালয়ায় ভাসিয়ে না দিলেও দেবীপক্ষ শুরুর পর ফের বৃষ্টি তার তীব্রতা বাড়াতে পারে।

মহালয়ার পর থেকেই এখন পুজোর উদ্বোধন শুরু হয়ে যায়। কলকাতায় এখন তৃতীয়া, চতুর্থী থেকেই রাস্তায় মানুষের ঢল নামে। তাই পুজো উদ্যোক্তাদের মাথায় হাত। সামনে পুজোর উদ্বোধন। অথচ শেষ মুহুর্তে রঙয়ের কাজ বা প্যান্ডেলের ফিনিশিংয়ের কাজ বৃষ্টির জন্য থমকে যাচ্ছে। ঢাকা দিয়ে কাজ করার চেষ্টা হলেও কাজ তাতে গতি পাচ্ছেনা। ফলে সময়ে কাজ শেষ করা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। আর যাঁরা পুজোর সময় ঠাকুর দেখতে বার হন, তাঁদের অনেকের মুখে একই কথা। বর্ষায় শুকনো খট খট করল। আর যত বৃষ্টি এই পুজো এলেই হতে হয়!

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts