National

এ বছর কেমন বর্ষা হবে দেশে, জানাল মৌসম ভবন

Published by
News Desk

সবে বৈশাখে পা পড়ল। এদিন পয়লা বৈশাখ। গোটা গ্রীষ্মকালটাই পড়ে। গরমের দাবদাহে পুড়তে বাকি। তার আগেই অবশ্য এবার দেশে কেমন বর্ষা হবে তার পূর্বাভাস দিল মৌসম ভবন। দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর দেশ জুড়ে স্বাভাবিক বর্ষা হবে। এখনও যা পরিস্থিতি তাতে সেটাই হতে চলেছে। আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব রাজিভন নায়ার জানিয়েছেন, এবার দেশে প্রায় স্বাভাবিক বর্ষা হবে, কারণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবার স্বাভাবিক রয়েছে।

প্রতিবছরই গ্রীষ্মেই সে বছরের বর্ষার ভাবগতিকের একটা পূর্বাভাস দিয়ে দেয় ভারতীয় আবহাওয়া দফতর। গত বছরও দেশের অনেক জায়গা স্বাভাবিক বৃষ্টি হয়। কিন্তু অস্বাভাবিক বৃষ্টি হয় কেরালায়। আবার দেশের মধ্যভাগে বৃষ্টি এতটাই কম হয় যে অনেক জায়গায় খরার পরিস্থিতি সৃষ্টি হয়। এবার যদি পূর্বাভাস মেনে সর্বত্রই স্বাভাবিক বর্ষা হয় তাহলে সকলেরই মঙ্গল।

এবার কেমন পরিমাণ বৃষ্টি হতে পারে দেশ জুড়ে? আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব রাজিভন নায়ার জানিয়েছেন, এবার ৯৬ শতাংশ বৃষ্টি আশা করা হচ্ছে। অর্থাৎ প্রায় স্বাভাবিক। এটা ভারতবাসীর জন্য ভাল খবর। কৃষকদের জন্য ভাল খবর। এখন পূর্বাভাস মতই দেশ স্বাভাবিক বর্ষা পায় কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk