National

এল নিনো-র দাপটে প্রভাবিত হবে বর্ষা

Published by
News Desk

এল নিনো-র প্রভাবে গত বছর দেশে বর্ষা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমই হয়েছে। কোথাও কোথাও প্রবল বর্ষণ হলেও দেশের মধ্যভাগ ছিল শুকনোই। খুবই কম বৃষ্টি পেয়েছে ভারতের মধ্যভাগ।

এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি আশা করেছিলেন অনেকে। যা কৃষকদের জন্য ভাল। কিন্তু মার্কিন একটি সংস্থা জানাচ্ছে এবার বর্ষাকালে ভারতে কম বৃষ্টির সম্ভাবনা প্রবল। অবশ্যই তার কারণ হিসাবে তারা সামনে রেখেছে এল নিনোকে।

প্রশান্ত মহাসাগরের পশ্চিমে তৈরি হওয়া গরম জল পূর্ব দিকে ভেসে আসে। তা পূর্ব দিকে নিরক্ষরেখা বরাবর এগোতে এগোতে পৌঁছে যায় দক্ষিণ আমেরিকার উপকূল পর্যন্ত।

এই এল নিনো সারা বিশ্বের যে আবহাওয়ার চক্রাকার নিয়ম রয়েছে তার ওপর প্রভাব ফেলে। তার ফলে এল নিনো শক্তিশালী হলে অনেক জায়গাতেই স্বাভাবিক ঋতুচক্র প্রভাবিত হয়। তা অন্যরকমভাবে আচরণ শুরু করে।

এটাই ভারতের ক্ষেত্রে ঘটতে চলেছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। তাদের পূর্বাভাস হয় আগামী জুন মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত এল নিনোর প্রভাবে ভারতে বৃষ্টি কম হবে। আর ওই সময়টাই বর্ষাকাল।

ফলে বর্ষা প্রভাবিত হবে। যদিও বর্তমানে এল নিনো শক্তিশালী নেই বলেও জানিয়েছে তারা। তবে তাদের হিসাব বলছে ভারতে বর্ষাকালের সময় এল নিনো তার খেলা দেখাতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk