এক ধাক্কায় ৩ ডিগ্রি পড়ে গেল কলকাতার পারদ। মাঘের শেষে এমন সচরাচর দেখা যায়না। বরং সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন মাঝেমধ্যে বৃষ্টি দেখা যায়। তেমন কিন্তু সোমবার হলনা। বরং পারদের ঝুপ করে পতনে হঠাৎ করে মানুষজনের ঠান্ডার অনুভূতি একটা ধাক্কা দিয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।
ঠান্ডা এদিন একটু বেশিই লেগেছে তার কারণ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি। সেখানে মাত্র ১ রাতের মধ্যে ৩ ডিগ্রি কমে যাওয়া নেহাত কম নয়। অনুভব তো হবেই। ফলে শহর কলকাতার বহু মানুষই যেখানে এবার মাঘের শেষ দেখে টুক টুক করে গরম পোশাক গোটাতে শুরু করেছিলেন, তাঁরা আবার নতুন করে গরম পোশাক গায়ে চড়িয়েছেন। সোমবার বেলাতেও অনেককে সোয়েটার বা জ্যাকেট গায়ে দিতে দেখা গেছে। যা গত কয়েকদিনে চোখে পড়েনি। বরং বেলার বাড়লে ঘাম হচ্ছিল।
হাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা বজায় থাকবে। অন্তত আরও ২ দিন তো থাকবেই। তবে আবহাওয়ায় বদল নজর কেড়েছে গত শনিবার বিকেল থেকেই। একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছিল। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক জায়গায় শুরু হয় ঝিরঝির, টিপটিপ বৃষ্টি। ঝোড়ো ঠান্ডা হাওয়ায় বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না। রবিবার সেই ঠান্ডা হাওয়ার দাপট কম হলেও বজায় ছিল।
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত সেটা একদম সঠিক করে পেতে বিশেষ বন্দোবস্তের পথে হাঁটল…
পাহাড় বা তরাই অঞ্চলে কমলালেবু ভাল হয়। কিন্তু এই উষ্ণায়নের যুগে কলকাতার পাশেই যে এমন…
হেমন্তের আলতো শীতের পরশ। কুয়াশার আস্তরণ। শীত শীত ভাব। সবই উধাও হতে চলেছে। আগামী কয়েকদিনে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…