Kolkata

আকাশে বাতাসে শীতের পদধ্বনি, খুশি শহরবাসী

Published by
News Desk

হেমন্ত তার ইনিংস মোটামুটি গুটিয়ে এনেছে। এবার পৌষে পা দেওয়ার সময় আসছে। আর পূর্বাভাস বলছে অগ্রহায়ণের শেষ আর পৌষের গোড়াতেই কনকনে ঠান্ডার অনুভূতি টের পাবেন শহরবাসী। আস্তে আস্তে জাপটে ধরবে শীতের কামড়। আবহাওয়া কিন্তু এবার খামখেয়ালি ভাব কম দেখিয়েছে। এখনও পর্যন্ত ধীরে ধীরে পারদ পড়ছে। বেশ ছন্দ মেনেই। এদিন যেমন কলকাতার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। ফলে শীত কিন্তু ধীরে ধীরে গ্রাস করছে চারধার। আর যত ঠান্ডা আসছে ততই মন ভাল হয়ে যাচ্ছে শহরবাসীর।

হাওয়া অফিস জানাচ্ছে যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহে শীতের অনুভূতি টের পাবেন শহরবাসী। চলতি সপ্তাহে এমনই ১৫-১৬-র মধ্যে ঘুরবে পারদ। এ শহরে শীত থাকে সাকুল্যে ১ মাস। এই একটি মাসেই যদি শীতটা চুটিয়ে উপভোগ করা না গেল তো শীতটাই মাটি। ফের এক বছরের অপেক্ষা। শীতের এই কটা দিনের অপেক্ষাতেই তো দিন গোনা।

Share
Published by
News Desk