Kolkata

বিদায় নিল বর্ষা

Published by
News Desk

এ বছরের মত পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিল বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন মাসে যে বর্ষা প্রবেশ করেছিল এ রাজ্যে, সেই বর্ষা অবশেষে আশ্বিনে বিদায় নিল। বর্ষায় কিছুটা ঘাটতি রেখেই বিদায় নিল বর্ষাঋতু। খাতায় কলমে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। তবে এ রাজ্যে তা আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকে। কদিন আগেই হিমাচল প্রদেশ থেকে বিদায় নিয়েছিল বর্ষা। শুক্রবার পশ্চিমবঙ্গকেও বিদায় জানাল।

বর্ষা বিদায় নিলেও এ রাজ্যে মাঝে মধ্যে বৃষ্টি দেখাই যায়। নিম্নচাপও সৃষ্টি হয়। ফলে সেসব সম্ভাবনা থাকছে। আঞ্চলিক মেঘে বৃষ্টি হবে। তবে তা হবে বিক্ষিপ্তভাবে। মহালয়ার আগে বর্ষা বিদায়ের খবর ইতিমধ্যেই রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়েছে। পুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে বলেই মনে করছেন তাঁরা। ফলে চুটিয়ে উপভোগ করা যাবে শ্রেষ্ঠ উৎসবের উৎসবমুখর দিনগুলি।

Share
Published by
News Desk