National

চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন

Published by
News Desk

জম্মু কাশ্মীর, অসম, তামিলনাড়ু, গুজরাট। এই ৪টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চলতি সপ্তাহে। তারসঙ্গে ভারতের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এছাড়া উত্তরখণ্ডেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে সিকিম, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরভাগেও। এছাড়া দেশের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে মৌসম ভবন। সপ্তাহের শেষের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহের শুরুর দিকে বৃষ্টি হলেও পরে ভালই রোদ উঠেছিল রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তেমন একটা হয়নি। কিন্তু চলতি সপ্তাহে যে চেহারাটা বদলে যেতে পারে তার পূর্বাভাস কিন্তু শুনিয়ে দিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গ বলে নয়, প্রায় গোটা দেশেই এই সপ্তাহে ভাল পরিমাণ বৃষ্টি হতে চলেছে।

জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে গত সপ্তাহেই যা বৃষ্টি হয়েছে তাতে নদীর জল বিপদ সীমা ছাড়িয়েছে। পাহাড়ি এলাকায় ধস নেমেছে। ঘটেছে দুর্ঘটনা। এই সপ্তাহে যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে তবে পরিস্থিতি আরও শোচনীয় হবে। সেক্ষেত্রে মৌসম ভবনের পূর্বাভাস আমজনতার যেমন কপালে ভাঁজ ফেলেছে, তেমনই চিন্তায় রাখছে প্রশাসনকে।

Share
Published by
News Desk