State

উত্তরভাগে নয়, এবার দক্ষিণবঙ্গে আগে প্রবেশ করল বর্ষা

Published by
News Desk

সাধারণত উত্তরবঙ্গে প্রথমে বর্ষা প্রবেশ করে। তারপর দক্ষিণবঙ্গে ঢোকে বর্ষা। সেই প্রচলিত ধারণা এবার বদলে দিল প্রকৃতি। এবার বর্ষা প্রথমে ঢুকল দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই বর্ষা দ্রুত প্রবেশ করল রাজ্যের দক্ষিণভাগে। সোমবার বর্ধমান, নদিয়া, হুগলি সহ অনেক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। সন্ধের পরও তা বজায় থাকে।

কলকাতায় সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘলা ছিল আকাশ। ছিল একটা গুমোট ভাবও। দুপুর থেকে মেঘ গুড়গুড় করে বৃষ্টি নামে শহরে। অনেক জায়গা কালো মেঘে ছেয়ে যায়। কোথাও এদিন বৃষ্টি হয়েছে বেশি, কোথাও কম। তবে বৃষ্টি হয়েছে তিলোত্তমার বুকে। বিকেলে একটানা বৃষ্টি কিন্তু অফিস ফেরত মানুষজনকে কিছুটা হলেও বিপদে ফেলে। বৃষ্টিতে যানবাহনের গতি শ্লথ হয়। ফলে অফিসে ফেরত ক্লান্ত শরীর কিছুটা বিরক্ত হয়েছে বৈকি। কিন্তু এতো সবে শুরু। পুরো বর্ষাকালটাই এখনও বাকি!

Share
Published by
News Desk