Categories: Kolkata

নিম্নচাপের জের, বৃষ্টি শুরু কলকাতায়

Published by
News Desk

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি শুরু হওয়া ছিল সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। হলও তাই। এদিন সকালে সূর্যের দেখা মিললেও ঘড়ির কাঁটা ন’টা পার করতেই আকাশ মেঘে ছেয়ে যায়। কালো মেঘ থেকে নেমে আসে মুষলধারার বৃষ্টি। সকালে অফিস টাইমে দফায় দফায় বৃষ্টিতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী শুক্র ও শনিবারও প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাদ যাবে না উত্তরবঙ্গও। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট হওয়া নিম্নচাপের জেরে শুধু পশ্চিমবঙ্গই নয়, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts