National

মার্চ, এপ্রিল, মে-তে প্রবল গরমের পূর্বাভাস, প্রমাদ গুনছেন আমজনতা

Published by
News Desk

এবার গরম একটু আগেভাগেই পড়েছে। ফেব্রুয়ারির শুরুতেই হুট করে পড়েছে গরম। আর তা বেশ ভালই ভোগাচ্ছে। অন্তত দুপুরের দিকে বেশ চড়া রোদ থাকছে। দোলও এবার মার্চের প্রথম দিনেই। মার্চের মধ্যভাগে দোল থাকলেও তখন বেশ একটা বসন্তের আবহাওয়া বিরাজ করে। কিন্তু এবার মার্চের শুরুতে দোল সত্ত্বেও বৃহস্পতিবার গরম ছিল বেশ ভালই। শুধু দোল বলেই নয়, গত ফেব্রুয়ারির শেষেও দেশের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। যা এখনও অব্যাহত। আর সেই চড়তে থাকা পারদ এমন জায়গায় পৌঁছবে যে মার্চ, এপ্রিল ও মে-তে নাকি আমজনতার জীবন অতিষ্ঠ করে তুলতে চলেছে অস্বাভাবিক গরম। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই ৩ মাস পশ্চিম, উত্তর ও উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে লু বইবে বেশি। তাপপ্রবাহের মাত্রা বাড়বে। পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ১ ডিগ্রি উপরে। গরমে জ্বলতে হবে রাজস্থান, দিল্লি, পঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড় ও অরুণাচল প্রদেশকে। তবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মত রাজ্যগুলিতে তুলনামূলকভাবে সামান্য কম হবে এই ভয়ংকর গরমের প্রভাব। এখানে পারদ স্বাভাবিকের চেয়ে ০.৫ থেকে ১ ডিগ্রি বেশি থাকবে। তবে কমবেশি যাই হোক তা সামান্যই ফারাক হবে। মোদ্দা কথা হাঁসফাঁস গরম পড়ল বলে! যার হাত থেকে নাকি এবার নিস্তার নেই আমজনতার।

Share
Published by
News Desk