Kolkata

ফের পড়ল কলকাতার পারদ, আজ ১১.৮°

Published by
News Desk

গত রবিবার তাপমাত্রার পারদ বেড়ে ১৩.৫° ছুঁয়েছিল। সরস্বতী পুজোর দিন দশমিক ৩° কমে তা দাঁড়ায় ১৩.২°-তে। এদিন তা আরও অনেকটাই পড়ে দাঁড়াল ১১.৮°। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। ফলে কলকাতায় শীতের ব্যাটিং অব্যাহত। তাও আবার স্থিতিশীলতা ধরে রেখে। কারণ তাপমাত্রার পারদ শেষ ১৫ দিনেও কিন্তু সামান্যই উপর নিচ করেছে। ফলে এই তাপমাত্রার সঙ্গে কলকাতাবাসী অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছেন। তবে ঠান্ডার এমন ক্রিজ আঁকড়ে পড়ে থাকা কিন্তু তারিয়ে উপভোগ করছেন আপামর শহরবাসী। জানুয়ারি জুড়ে ঠান্ডার ব্যাটিং নিরবচ্ছিন্ন হলেও বদলেছে রোদের চরিত্র। মাসের প্রথম দিকে যে নরম রোদ সারাদিন থাকছিল তা এখন বদলেছে। বরং বেশ চড়া রোদ দুপুরের দিকে গা জ্বালাচ্ছে। তবে বিকেল গড়ালেই ঠান্ডা ফের স্বমূর্তি ধরছে।

জেলায় জেলায় একটু তাপমাত্রার পারদ চড়েছে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড় বাদ দিলে বাকি রাজ্যে এখন পারদ মোটামুটিভাবে ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তবে কুয়াশার দাপট প্রায় নেই বললেই চলে। দৃশ্যমানতা বেড়েছে। ফলে ভোরের দিকে যানবাহন চলাচল এখন অনেকটাই ছন্দে ফিরেছে।

Share
Published by
News Desk