Kolkata

সরস্বতী পুজোয় কলকাতার পারদ ছুঁল ১৩.২°

Published by
News Desk

সরস্বতী পুজোর সকালে শীত শীত ভাব। বেলা বাড়লে গরম। তবে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও এদিন আর গায়ে শাল নয়। শাড়ি বা পাঞ্জাবীর ‘স্টাইল’ নষ্ট হবে না! তবে এবার সরস্বতী পুজো একটু আগেভাগেই। আর শীতের ব্যাটিংয়েও ধারাবাহিকতা রয়েছে। ফলে শীতের মধ্যেই বাগদেবীর আরাধনা।

গত শনিবারও পারদ ছিল ১২°-তে। গত রবিবার তা বেশ কিছুটা বেড়ে হয়েছিল ১৩.৫°। সোমবার সরস্বতী পুজোর দিন আবার শহরের তাপমাত্রার পারদ সর্বনিম্ন ছুঁল ১৩.২° সেলসিয়াস। অর্থাৎ রবিবারের চেয়ে ফের কিছুটা পড়েছে পারদ। তবে ঠান্ডা তো বটেই, হাওয়া অফিসের খতিয়ান বলছে এদিনও কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১° কম।

জেলায় জেলায় যদিও ঠান্ডার দাপট অব্যাহত। যেমন গত রবিবার কলকাতা যখন ১৩.৫°-তে তখন লাগোয়া হাওড়া বা দমদমে পারদ ছিল ১১°-তে। অন্যান্য জেলাতেও পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১৩-র মধ্যে। কাশ্মীরে প্রবল তুষারপাত ও কনকনে হিমশীতল ঠান্ডা কিছুটা কমেছে। ফলে উত্তর ভারতে ঠান্ডার দাপট কিছুটা হলেও কম। যার জেরে রাজ্যেও পারদের মান সামান্য বেড়েছে।

Share
Published by
News Desk