Kolkata

ফের পড়ল কলকাতার পারদ, আজ তাপমাত্রা ১১.৭°

Published by
News Desk

কলকাতায় যে তাপমাত্রার পারদ পড়তে চলেছে তা গত বুধবারের রাতই বুঝিয়ে দিয়েছিল। যেভাবে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে পৌষ সংক্রান্তি থেকে ১২°-তে বা তার ওপর তাপমাত্রার পারদ ঘুরঘুর করছিল, তাতে শেষ ২-৩ দিনে শহরবাসী সামান্য হলেও কনকনানির অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছিলেন। কিন্তু গত বুধবার থেকে ঘূর্ণাবর্ত সরে যাওয়ার সুফল পেতে শুরু করে শহর। বুধবার পারদ ১২.৫ ডিগ্রিতে পৌঁছলেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা ফের নেমে এল ১১-র ঘরে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা রেকর্ড হল ১১.৭°। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

এবার শীতের মরসুমে ডিসেম্বরের শেষ পর্যন্তও শীতের অনুভূতি ছিল কম। পারদ ছিল ১৫°-র কোটায়। এবার আর শীতের অনুভূতি শিকেয় ছিঁড়লনা বলেই মনে করতে শুরু করেছিলেন শহরবাসী। আর ঠিক সেই সময়েই বদলে গেল পরিবেশ। জানুয়ারির শুরু থেকেই প্রবল ঠান্ডা কাবু করল কলকাতা সহ গোটা রাজ্যকে। যে ব্যাটিং ১৮ জানুয়ারিতেও অব্যাহত। আর শুধু এদিন বলেই নয়, হাওয়া অফিস পরিস্কার করে দিয়েছে পারদ ১২-র আশপাশেই ঘোরাফেরা করবে আরও কয়েকদিন। ফলে এবার বেশ টানা শীতল অনুভূতির সুখ সইল কলকাতাবাসীর কপালে।

অন্যান্য জেলায় অবশ্য ঠান্ডা যেমন ছিল তেমনই রয়েছে। বৃহস্পতিবারও তার তেমন কোনও হেরফের হয়নি। কুয়াশাও রয়েছে। তবে অনেকটা কমেছে। কুয়াশার দাপট আর কয়েকদিনে সম্পূর্ণ কেটে যাবে বলেই মনে করছেন আবহবিদেরা।

Share
Published by
News Desk