Sports

টাক মাথা মানুষটি এক বিখ্যাত ক্রিকেটার, কে বলতে পারেন

এক বিখ্যাত ক্রিকেটার তিনি। এখনই এমন অবস্থা হওয়ার মত পরিস্থিতি নয়। কিন্তু এমনই এক লুকে ছবি দিলেন তিনি।

Published by
News Desk

মাথায় চকচক করছে টাক। কানের কাছে কিছুটা চুল রয়েছে ঠিকই তবে তাতে পাক ধরে গেছে। মুখে হাসিটা খুব পরিচিত।

চোখে চশমা, পরনে খেলোয়াড় সুলভ টিশার্ট। এই রূপেই তিনি সামনে এলেন। লিখলেন এটা নাকি তাঁর কোয়ারেন্টিনের পরের চেহারা। ১২ দিন কোয়ারেন্টিনে থাকার পরের পরিস্থিতি। যা দেখে কার্যত চমকে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।

বিশেষত তাঁর ভক্তরা। যাঁকে অনেকে এক ভয়ংকর সিমার হিসাবে মাঠে বল করতে দেখেছেন। যাঁর রিভার্স সুইং ভারত সহ বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের এক সময় রাতের ঘুম কেড়ে নিত। বলতে পারবেন ইনি কে?

জানি অনেকেই বলে দেবেন। কারণ মাথার চেহারা বদলে ফেললেও মুখের আদল আর সেই চেনা হাসি দিয়ে তাঁকে চিনতে খুব অসুবিধা হচ্ছেনা। তিনি পাকিস্তানের একসময় বোলিং ত্রাস ওয়াসিম আক্রম।

আক্রম এখন প্রাক্তন ক্রিকেটার হতে পারেন, তবে তাঁর এখনও এতটা বয়স হয়নি যে এমন চেহারা হবে। আসলে ছবিটা খুব ভাল করে দেখলে মাথার কাছে একটা দাগ মত দেখা যাচ্ছে। যা প্রমাণ করছে ছবিতে গ্রাফিক্সের কারিগরি রয়েছে। এটা তৈরি করা ছবি।

মাথার অংশটা আলাদা করে বসানো হয়েছে। আক্রম এটা মজা করার জন্যই দিয়েছেন। ফলে চমক ভাঙার পর ট্যুইটে নানা উক্তি এসেছে।

যেমন কেউ লিখেছেন এটা আক্রমের একটা দারুণ বাউন্সার ছিল। কেউ আবার আমেরিকান কৌতুক অভিনেতা ল্যারি ডেভিড বলে তাঁকে ব্যাখ্যা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts