Sports

ঘড়ি হারিয়ে নেটিজেনদের হাসিঠাট্টার মুখে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম

Published by
News Desk

পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকা বানালে অবশ্যই তাতে নাম থাকবে ওয়াসিম আক্রমের। সেই ওয়াসিম আক্রম বিমানে একটি ঘড়ি হারিয়েছেন। ঘড়িটির মূল্য তাঁর কাছে অনেক। কারণ সেটি তাঁর পারিবারিক ঘড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে ঘড়িটির সঙ্গে। এমিরেটস-এর বিমানে দুবাই যাওয়ার পথে বিমানেই হারায় ঘড়িটি। পরে আক্রম ট্যুইট করে বিষয়টি সকলকে জানান। অনুরোধ করেন যদি কেউ পান তো যেন তাঁকে জানান।

তাঁর ট্যুইট থেকেই পরিস্কার যে ঘড়িটি তাঁর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঘড়ি হারিয়ে যখন আক্রম রীতিমত হতাশ তখন তাঁর পাশে দাঁড়াতে গিয়ে হাসিঠাট্টায় মাতলেন নেটিজেনরা। কেউ লিখলেন নতুন ঘড়ি নিয়ে নিন। কেউ লিখলেন, আরে কেউ যদি ঘড়িটি পেয়ে থাকো তো আক্রম ভাইয়ের ঘড়ি বলে পরে নিও।

একজনের পরামর্শ ঘড়ি নিয়ে এত না ভাবতে, মৃত্যুর পর তো কিছু সঙ্গে যাবেনা। একজন লিখেছেন, এবার ওই ঘড়িটির মূল্য অনেক বেড়ে গেল, ওটা ওয়াসিম ভাইয়ের ঘড়ি। একজন তো বলেছেন, এটা দারুণ খবর, ব্রেকিং নিউজ, তিনি দারুণ খুশি। একজন আবার পরামর্শ দিয়েছেন, যে ঘড়িটি খুঁজে দেবে তাঁর সঙ্গে ওয়াসিম আক্রমকে ডিনারে যেতে হবে।

এসব হাসিঠাট্টা ইন্টারনেটে যখন চলছে তখন ওয়াসিম আক্রম কিন্তু তাঁর ঘড়ি হারানো নিয়ে উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, তিনি যেখানে যেখানে জানানো দরকার জানিয়েছেন, কিন্তু খুব একটা সুরাহার আলো দেখছেন না। তবে এমিরেটস-এর তরফে ওয়াসিম আক্রমের কাছে ঘড়ির বিস্তারিত তথ্য, তাঁর টিকিটের তথ্য ও ই-মেল অ্যাড্রেস পাঠাতে বলা হয়েছে। তারা এও নিশ্চিত করেছে যে তারা ঘড়িটি খুঁজে দেখবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts