World

গলা শুকিয়ে যাওয়া মহিলাকে পাইয়ে দিল ৮৩ লক্ষ টাকা

তৃষ্ণায় গলা শুকিয়ে যাওয়া কারও জীবনেই নতুন নয়। কিন্তু যেটা নতুন সেটা হল এই তৃষ্ণা এক মহিলাকে পাইয়ে দিল ৮৩ লক্ষ টাকা।

Published by
News Desk

তৃষ্ণা মেটাতে জল, সরবত বা সোডা জল খেয়ে থাকেন মানুষ। বাড়িতে থাকলে তৃষ্ণা দ্রুত মেটানো সম্ভব। কিন্তু রাস্তায় থাকলে একটু সময় তো লেগেই যায়। একটা দোকান তো দরকার। যেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করবেন। সেটা আবার হাইওয়ে হলে আরও বেশি সময় লেগে যেতে পারে।

এক ২৯ বছরের মহিলা জানাচ্ছেন, তিনি তাঁর এক আত্মীয়ের জন্মদিনের পার্টিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাঁর প্রবল তেষ্টা পায়। কিন্তু কাছেপিঠে কোনও দোকান পাননি।

কিছুটা এগিয়ে একটি দোকানে যখন তিনি গিয়ে দাঁড়ান, সেখানে সোডা জল পাওয়া যাচ্ছিল। তিনি সেটাই কিনে শুকিয়ে যেতে বসা গলাটা ভিজিয়ে নেনে। শান্তি পান।

তখনই তাঁর নজরে পড়ে ওই দোকানেই লটারির টিকিট বিক্রি হচ্ছে। তিনি ২টি টিকিট কেনেন। নিজের পরিবারের সদস্যদের জন্মদিনের নম্বর ধরেই টিকিট সংগ্রহ করেন তিনি।

এরপর গন্তব্যের দিকে রওনা দেন তিনি। পরে যখন তিনি জানতে পারেন যে তিনি ২টি টিকিটে ৫০ হাজার ডলার করে পুরস্কার পেয়েছেন, তখন তিনি নিজেও কিছুটা অবাক হয়ে যান। মোট ১ লক্ষ ডলার পুরস্কার জেতেন মহিলা। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৮৩ লক্ষের কিছু বেশি টাকা।

কি করতে চান এই আচমকা পাওয়া অর্থ নিয়ে? ওয়াশিংটনের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, গলা শুকিয়ে যাওয়ায় তিনি এই অর্থ পেয়েছেন। তিনি ওই টাকা দিয়ে তাঁর যাবতীয় বিল মেটাতে চান।

Share
Published by
News Desk