World

গ্রন্থাগারে বই ফেরতের ফাইন ৪০ হাজার টাকা, কেন এমনটা হল

লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে তারপর তা ফের লাইব্রেরিতে ফেরত দেওয়া, ফের নতুন কোনও বই নেওয়া, এটাই রীতি। কিন্তু একটা বই ফেরত পেতেই লাইব্রেরির লেগে গেল ৮১ বছর।

Published by
News Desk

লাইব্রেরি বা পাঠাগার থেকে বই নিয়ে তা পড়ে সময়মত ফেরত দিতে হয়। কবে ওই বই ইস্যু হল এবং তা কবে ফেরত দিতে হবে তা বইয়ের পিছনে থাকা একটি লাইব্রেরি কাগজে লেখা থাকে।

তেমনই একটি বই লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল ১৯৪২ সালের ৩০ মার্চ। তারপর আর তা লাইব্রেরিতে ফেরত যায়নি। সম্প্রতি এক ব্যক্তি ওই বইটি নিয়ে ওয়াশিংটনের এবারডিন টিম্বারল্যান্ড লাইব্রেরিতে হাজির হন।

ওই ব্যক্তি জানান তাঁর বাড়ির যে গুদামঘর রয়েছে তা পরিস্কার করার সময় বইটি উদ্ধার হয়। বইটিতে সাঁটা কাগজ দেখে তাঁরা বুঝতে পারেন বইটি এই লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল। তাই তা ফেরত দিতে এসেছেন।

বইটি যে আদৌ কখনও ফেরত আসবে তা কল্পনাও করতে পারেনি লাইব্রেরি কর্তৃপক্ষ। তারা আপ্লুত হয় বইটি দেখে। ‘দ্যা বাউন্টি ট্রিলজি’ নামে বইটি যেদিন ফেরত দেওয়ার কথা ছিল সেদিন তা ফেরত না দিয়ে রেখে দিলে পরের প্রতিটি দিনের জন্য ফাইন গুনতে হয়। এটাই লাইব্রেরির বই সময়ে ফেরত না দেওয়ার জরিমানা।

লাইব্রেরির তরফে জানানো হয়েছে, ১৯৪২ সালের নিয়ম অনুযায়ী ওই লাইব্রেরিতে সময়ে বই ফেরত না দিয়ে দিন পিছু ২ সেন্ট করে জরিমানা হবে।

সেইমত হিসাব করে দেখা গেছে ছুটির দিন বাদ দিলে ফাইনের অঙ্ক দাঁড়াচ্ছে ৪৮৪ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। যদিও সেই ফাইন নেয়নি লাইব্রেরি কর্তৃপক্ষ। তারা ৮১ বছর পর বই ফেরত পেয়েই খুশি।

Share
Published by
News Desk

Recent Posts