মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে সাড়ে ১৭ কোটি টাকার গয়না গায়েব
৯০ সেকেন্ড অর্থাৎ ১ মিনিট ৩০ সেকেন্ড। এইটুকু সময়ের মধ্যেই গায়েব হয়ে গেল সাড়ে ১৭ কোটি টাকার বেশি মূল্যের গয়না, মূল্যবান রত্ন।

সবটা শুনলে মনে হতেই পারে এও কি সম্ভব! কিন্তু সম্ভব যে তা তো বাস্তবেই প্রমাণ হয়ে গেল। মাত্র ৯০ সেকেন্ড সময়ের মধ্যে গায়েব হয়ে গেল সাড়ে ১৭ কোটি টাকার গয়না, রত্ন ও ঘড়ি।
তখন দুপুর। দোকানটায় কোনও ক্রেতা ছিলেননা। তবে কর্মচারি ও আধিকারিক ছিলেন। সেই সময় ৪ যুবক দোকানে প্রবেশ করে। তাদের মাথা ঢাকা ছিল। মুখে ছিল মাস্ক। দোকানে ঢোকার পর এক অতিদ্রুততার সঙ্গে তাদের কাজ শুরু করে।
যেন প্রতিটা সেকেন্ডও দামি। হাতুড়ি ব্যবহার করে ওই গয়নার দোকানের কাচের শোকেসগুলি ভাঙতে থাকে। ব্যাগে পুরতে থাকে সোনার গয়না, হিরের গয়না, প্ল্যাটিনামের গয়না, রত্ন হারগুলি।
এরমধ্যে একটি শোকেসে আবার সাজানো ছিল রোলেক্স এর অতি দামি সব ঘড়ি। সেই শোকেস ভেঙে ঘড়িগুলিও নিয়ে নেয় তারা। ৪ জন থাকলেও তাদের মধ্যে ৩ জন চুরিটা করছিল। অন্যজন দোকানের কর্মীদের দিকে নজর রাখছিল। তার হাতে ছিল একটা স্প্রে।
যে দ্রুততার সঙ্গে তারা এই চুরিটা সারে তা চমকে দিয়েছে পুলিশকেও। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে ২ মিলিয়ন ডলারের গয়না, রত্ন ও ঘড়ি নিয়ে চম্পট দেয় তারা। পুরো ঘটনাই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার সিয়াটলে। চোরদের দেখে মনে হচ্ছিল তারা যেন অনুশীলন করেই চুরি করতে এসেছে যাতে স্বল্প সময়ের মধ্যেই কাজ সারতে পারে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা সকলকে অবাক করছে সেটা হল চোরদের এই ৯০ সেকেন্ডের মধ্যেই দোকানের ৬টা শোকেস ফাঁকা করে চুরি করে পালিয়ে যাওয়া।