World

মহাকাশের সূচের মাথায় এই প্রথম গর্বের সঙ্গে উড়ল ভারতের জাতীয় পতাকা

এটা ছিল এক অনন্য মুহুর্ত। ভারতীয়দের কাছে গর্বের দৃশ্য। মহাকাশের সূচের উপর উড়ছে ভারতের জাতীয় পতাকা। মাটি থেকে ৬০৫ ফুট উপরে।

মাটি থেকে ৬০৫ ফুট ওপরে মাথা উঁচু করে উড়ছে ভারতের জাতীয় পতাকা। মাথা উঁচু করে দেখতে গেলে ঘাড়ে ব্যথা হতে পারে। একটি সুউচ্চ স্তম্ভ। তার মাথায় একটি সূচাকৃতি ধাতব শলাকার মত অংশ। এই নিয়েই আমেরিকার ওয়াশিংটনের সিয়াটলের স্পেস নিডল।

যা এই শহরের একটি পর্যবেক্ষণ কেন্দ্রই নয়, এই শহরের নিজস্ব বৈশিষ্ট্য। সিয়াটল বললেই মাথায় এসে পড়ে এই স্পেস নিডলের কথা। যা ৬০৫ ফুট উঁচু। একে শহরের স্কাইলাইন বলে ডাকা হয়।

তারই মাথায় এই প্রথম গর্বের সঙ্গে উড়ল ভারতের জাতীয় পতাকা। ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের কনসাল জেনারেল প্রকাশ গুপ্তা এবং সিয়াটল শহরের মেয়রের উপস্থিতিতে ভারতের জাতীয় পতাকা এই প্রথম শহরের আইকনিক স্পেস নিডলের মাথায় জায়গা করে নিল।


আমেরিকার সিয়াটল শহরে এই স্পেস নিডল স্তম্ভ তৈরি করা হয়েছিল ১৯৬২ সালে। সে বছর সিয়াটলে ওয়ার্ল্ড ফেয়ার অনুষ্ঠিত হয়। যাকে সামনে রেখে তৈরি করা হয়েছিল এই স্পেস নিডল।

৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বয়ে যাওয়া ঝড়ও এই টাওয়ারের ক্ষতি করতে পারবেনা। আবার রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও এই স্তম্ভ ভেঙে পড়বে না। এতটাই শক্তপোক্ত ভাবে তৈরি করা হয়েছিল এই টাওয়ার।

এই টাওয়ারটির প্রায় মাথা থেকে বহু দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। যে দৃশ্য চর্মচক্ষে দেখার জন্য দেশ বিদেশের পর্যটকেরা হাজির হন। তাঁদের একটি লিফট টাওয়ারের মাথায় পৌঁছে দেয়। যেখান থেকে তাঁরা ৩৬০ ডিগ্রি জুড়ে অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করার সুযোগ পান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *