কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ডাইনোসর, প্রতীকী ছবি
ডাইনোসর সম্বন্ধে জানেননা এমন মানুষ খুঁজে পাওয়া যায়না। পৃথিবীর আদিকাল থেকে অনেক পশুপাখি এ পৃথিবীর বুকে জন্ম নিয়েছে। অনেক আদিকালের পশুপাখি এখন বিলুপ্তও। এই আদিকালের প্রাণিদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে কিন্তু অনেক এগিয়ে ডাইনোসররা।
তাদের নিয়ে চর্চার অন্ত নেই। এখনও নানা প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম মানুষকে আকর্ষিত করে। এই ডাইনোসররা তো মাটিতেই ঘুরত। যাদের মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিল টিরেক্স ডাইনোসররা।
ভয়ংকর হিংস্র হত তারা। সেই টিরেক্স ডাইনোসররা যদি আকাশ থেকে ভেসে নেমে আসে তাহলে চোখ সরানো কি সম্ভব! সম্ভব হয়নি কারও। আকাশ থেকে প্যারাসুটে করে টিরেক্স ডাইনোসররা ভাসতে ভাসতে নেমে এল একটি মাঠের মধ্যে।
যেখানে নামল সেটা মাঠের মধ্যেই তৈরি করা একটি আধুনিক রেসিং ট্র্যাক। তারা বেশ বুঝে শুনেই সেখানে অবতরণ করল। আর অবতরণ করেই সময় নষ্ট না করে ছুট লাগাল। ছুটল দৌড়ে প্রথম হওয়ার জন্য।
২০১৭ সাল থেকে ওয়াশিংটনের এমেরাল্ড ডাউনস ট্র্যাকে ডাইনোসরদের এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বাৎসরিক এই প্রতিযোগিতা কেবল ২০২০ ও ২০২১ সালে বন্ধ ছিল। অন্যান্য বছর সাড়ম্বরে পালিত হয়েছে ডাইনোসরদের এই দৌড়।
আকাশ থেকে ভেসে নামা ছাড়াও ডাইনোসরদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডাইনোসর বলে তো আর কোনও প্রাণি এ পৃথিবীতে বিরাজ করেনা। তাই ডাইনোসর সেজে মানুষই এই প্রতিযোগিতায় দৌড়ে অংশ নেন। আকাশ থেকে ডাইনোসর সেজে প্যারাসুটে ভেসে নেমে আসেন দৌড়ের জন্য তৈরি ট্র্যাকে।