World

টিরেক্স ডাইনোসরদের দৌড় প্রতিযোগিতা, ছুটতে গিয়ে পড়েও গেল ডাইনোসররা

বলা হয় ডাইনোসরদের মধ্যে সবচেয়ে হিংস্র স্বভাবের ডাইনোসর হল টিরেক্স। এবার তারাই ছুটল রেসিং ট্র্যাক ধরে। পড়েও গেল কয়েকটা ডাইনোসর।

Published by
News Desk

ডাইনোসর নিয়ে মানুষের উৎসাহের অন্ত আজও নেই। পৃথিবীর কোনও জঙ্গলে আর তাদের দেখা যায়না ঠিকই, তবে তাদের মানুষ কখনও ভুলতে পারেনি। এই ডাইনোসরদের অনেক প্রজাতি। তাদের এক এক রকম চেহারা, এক এক রকম স্বভাব।

তাদের মধ্যে সবচেয়ে ভয়ংকর হল টিরেক্স বা টাইরানোসরাস। এদের সামনে পড়লে প্রাণ যাওয়া প্রায় নিশ্চিত। সেই টিরেক্স ডাইনোসররা এবার হিংস্রতা ভুলে নেমে পড়ল দৌড় প্রতিযোগিতায়।

দৌড় শুরু হল। তারা ছুট দিল। নানা রংয়ের টিরেক্স। দৌড় শুরুর পর হাড্ডাহাড্ডি লড়াই হল। দৌড় শেষ করার আগেই বেশ কয়েকটি টিরেক্স পড়েও গেল। অবশেষে একজন জয়ী হল।

২০১৭ সাল থেকে ওয়াশিংটনের এমেরাল্ড ডাউনস ট্র্যাকে ডাইনোসরদের দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। বাৎসরিক এই প্রতিযোগিতা নিয়ে মানুষের উৎসাহে কখনও ভাটা পড়েনি। ২০২০ ও ২০২১ সালে এই প্রতিযোগিতা বন্ধ থাকলেও অন্যান্য বছর সাড়ম্বরে পালিত হয়েছে এই দৌড়।

সত্যিই তো আর ডাইনোসর পৃথিবীতে নেই। তাই টিরেক্স ডাইনোসরদের মত পোশাকে সেজে মানুষই ছোটেন এই প্রতিযোগিতায়। জেতা হারটা বড় কথা নয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে বন্ধনকে দৃঢ় করা।

হিউস্টনের বাসিন্দা অ্যান্ড্রু নামে এক ব্যক্তি ডাইনোসর সেজে এই প্রতিযোগিতায় ছুটে প্রথম স্থান অধিকার করেন। তবে যাঁরা ডাইনোসরের বিশাল পোশাক সামলে ছুটলেন তাঁরা সকলেই লড়াই দেন। কেবল পোশাকের ভারে কয়েকজন পড়ে যান ট্র্যাকে। এই প্রতিযোগিতা দেখতে ভিড়ে ছিল চোখে পড়ার মত।

Share
Published by
News Desk

Recent Posts