Sports

ময়দানে শোকের ছায়া, পুড়ে ছাই শতাব্দী প্রাচীন উয়ারি ক্লাব

Published by
News Desk

শতাব্দী প্রাচীন উয়ারি অ্যাথলেটিক ক্লাব। যাঁরা ময়দানের একটুও খবর রাখেন তাঁদের কাছে উয়ারি পরিচিত টেন্ট। ময়দানে বহু ক্লাব ও অফিসের টেন্ট রয়েছে। তারমধ্যে ময়দানের অন্যতম টেন্টের নাম উয়ারি। সেই উয়ারি অ্যাথলেটিক ক্লাবের টেন্টে সোমবার ভোরে আগুন লাগে। সকাল ৬টা নাগাদ আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৪টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য ক্লাবের একটা বড় অংশ পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন ক্লাবকর্তারাও। পরে তাঁরা জানান, ক্লাবের কাগজপত্র, ট্রফি, খেলোয়াড়দের কিটস, সবই পুড়ে গেছে।

আগুন কীভাবে লাগল তা পরিস্কার নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এদিকে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব তাঁবুতে আগুন লাগার খবরে ময়দান জুড়েই শোকের ছায়া। এমনকি বহু সাধারণ মানুষও সোমবার উয়ারির পোড়া ক্লাব তাঁবুর সামনে ভিড় জমান।

Share
Published by
News Desk
Tags: Bengali News