SciTech

আশ্চর্য খোঁজ, দেখা মিলল মানুষের বুড়ো আঙুলের সাইজের দানব মৌমাছির

ইতিহাস বলছে এর আগে পৃথিবীতে মাত্র ২ জন মানুষ এই বিচিত্র বিশাল মৌমাছি দেখেছিলেন। এই মৌমাছিরা সুরক্ষিত নয়। গৃহহীন হয়ে পড়ছে এই মৌমাছিরা।

Published by
News Desk

এত বড় মৌমাছি ১৯৮১ সালের পর আর দেখা যায়নি। সেই প্রথমবার দেখা গিয়েছিল এমন দানবাকৃতি মৌমাছির। সেই শেষও। তারপর এতদিনেও দেখা মেলেনি এমন মৌমাছির। ফের দেখা মিলল ২০১৯-এ এসে।

ইন্দোনেশিয়ার জঙ্গলে মানুষের বুড়ো আঙুলের সাইজের মৌমাছির দেখা পেয়েছেন গবেষকেরা। বিহেবারাল ইকোলজিস্টদের একটি দল ইন্দোনেশিয়ার স্যাঁতস্যাঁতে জঙ্গলে মৌমাছিদের নিয়ে গবেষণা চালাচ্ছে। প্রায় ১ বছর ধরে চলেছে গবেষণা। এই সময়েই তারা জঙ্গলে এই দানব মৌমাছির খোঁজ পায়। ছবি ও ভিডিও তুলে নেয় তারা।

এই দানব মৌমাছি ‘ওয়ালেস বি’ নামে পরিচিত। ইতিহাস বলছে এর আগে পৃথিবীতে মাত্র ২ জন মানুষ এই বিচিত্র বিশাল মৌমাছি দেখেছিলেন।

১৮৫৮ সালে ইন্দোনেশিয়ায় এই মৌমাছি দেখতে পান এক ব্রিটিশ বিজ্ঞানী। তারপর ১৯৮১ সালে ফের ইন্দোনেশিয়াতেই এই বিশাল পতঙ্গের দেখা মেলে। এছাড়া এই ওয়ালেস বি-কে আর কেউ চোখে দেখেননি।

বিজ্ঞানীরা মনে করছেন, ক্রমাগত খননকার্য, খনি তৈরি ও পাথর ভেঙে ফেলার জেরে এই মৌমাছিরা সুরক্ষিত নয়। তাছাড়া জঙ্গল কেটে বিভিন্ন জায়গায় চাষাবাদের জমি তৈরি করা হচ্ছে। এরফলে গৃহহীন হয়ে পড়ছে এই মৌমাছিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indonesia

Recent Posts