Categories: Kolkata

বসে থেকে উদ্ধারকাজে তত্ত্বাবধান মমতার

Published by
News Desk

ভোট প্রচারে জেলা সফর অর্ধসমাপ্ত রেখে তড়িঘড়ি বিবেকানন্দ উড়ালপুলের দুর্ঘটনাগ্রস্ত এলাকায় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একটি দোকানের সামনেই বসে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর উদ্ধারকাজে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। হাসপাতালে সব ধরণের ব্যবস্থা রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নিজে বসে থেকে লাগাতার তত্ত্বাবধান চালিয়ে যান তিনি। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌছন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও দমকলমন্ত্রী জাভেদ খান। কিন্তু সেখানে পৌঁছনোর পর তাঁরা ক্ষোভের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুর্ঘটনার জন্য রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন অধীরবাবু। ঘটনার জন্য পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি করেন তিনি। দুর্ঘটনার জন্য রাজ্য সরকারের ওপর দায় চাপিয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। প্রযুক্তিগত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অশোকবাবুর দাবি, এই উড়ালপুল দ্রুত শেষ করতে যাওয়ার কারণেই এই বিপত্তি। এদিকে এদিন হাসপাতালে আহতদের দেখতে গেলেও বিক্ষোভের মুখে পড়েন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Share

Recent Posts