Categories: Kolkata

উড়ালপুল কাণ্ড, মৃত বেড়ে ২৬

Published by
News Desk

উড়ালপুল বিপ‌র্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। এদিন আরও দুটি দেহ ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হয়। এদিন সকাল থেকেই ধ্বংসস্তূপের ভিতর থেকে পচা গন্ধ বার হওয়া শুরু হয়েছে। ফলে ভাঙা অংশের তলায় আরও দেহ আটকে থাকতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। এদিকে উড়ালপুলের ‌যে অংশ এখনও ঝুলছে তা সরাতে গেলে তা হুড়মুড়িয়ে ভেঙে বিপ‌র্যয় আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ঝুঁকি নিয়ে ঝুলন্ত বা লরির ওপর আটকে থাকা অংশ সরানোর চেষ্টা করতে সাহস পাচ্ছেন না তাঁরা। তাড়াহুড়ো না করে সঠিক পরিকল্পনার পরই এই অংশ সরানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিকে উড়ালপুল কাণ্ডে এদিন নির্মাণকারী সংস্থার আরও এক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts