Entertainment

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে দ্যা কাশ্মীর ফাইলসের পরিচালক

দ্যা কাশ্মীর ফাইলস ছবি নিয়ে বিতর্ক রয়েছে। এবার সুরক্ষার কথা মাথায় রেখে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Published by
News Desk

দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাটি নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসা করতে শোনা গেছে। এমন সিনেমা আরও হওয়া উচিত বলে জানান তিনি।

বিজেপি শাসিত একাধিক রাজ্যে সিনেমাটিকে কর মুক্ত করা হয়েছে। অন্যদিকে সিনেমাটি নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। ছবিটি মুক্তির পর এবার সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেবে সিআরপিএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি দ্যা কাশ্মীর ফাইলস ছবিটি দেখেছেন। তিনি ছবির প্রশংসার পাশাপাশি এও বলেছেন, এধরনের আরও ছবি তৈরি হওয়া দরকার। এতে সত্য সামনে আসবে।

যে পর্বে উপত্যকা ছাড়তে কাশ্মীরি পণ্ডিতরা বাধ্য হয়েছেন তা তুলে ধরা হয়েছে কাহিনিতে। প্রধানমন্ত্রী ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে সার্টিফিকেট দেওয়ার স্বল্প দিনের ভিতর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানাল। ভারতের সর্বত্রই এই নিরাপত্তা পাবেন তিনি।

গোয়েন্দারা ইতিমধ্যে জানিয়েছেন দ্যা কাশ্মীর ফাইলস ছবির নির্মাতা বিবেকের নিরাপত্তা জনিত ঝুঁকি রয়েছে। বিতর্কিত ছবি তৈরি করার জন্য তিনি ঝুঁকির শিকার হতে পারেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে সিআরপিএফের ৮ জন নিরাপত্তারক্ষী বিবেকের জন্য বরাদ্দ করা হয়েছে। এঁদের মধ্যে ১ থেকে ২ জন কমান্ডো থাকবেন। এছাড়া পুলিশও নিরাপত্তার দায়িত্বে বহাল থাকবে।

এই কড়া নিরাপত্তা বলয়ে বিবেক অগ্নিহোত্রী এখন বাইরে ঘোরাফেরা করবেন। তবে কতদিন এই নিরাপত্তা বলয় তাঁর জন্য বহাল থাকবে তা এখনও জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk