Entertainment

মেয়েকে সামনে রেখে নীনার বাড়িতে ফিরলেন ক্রিকেট কিংবদন্তী ভিভ রিচার্ডস

তিনি ফিরলেন নীনার বাড়িতে। উপলক্ষ মেয়ে। মেয়েকে সামনে রেখেই নীনা গুপ্তার বাড়িতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস।

Published by
News Desk

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস তখন ক্রিকেট বিশ্বের এক সমীহ করা নাম। তাঁর দাপুটে ব্যাটিংয়ের সামনে বিশ্বের সব বোলারই খেই হারিয়ে ফেলছেন। কাবু করা যাচ্ছেনা ভিভের ব্যাটিং তাণ্ডব।

সেই সময় ভারতীয় চলচ্চিত্রে সুনাম অর্জন করছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তাঁর সঙ্গে সে সময় ভিভের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। যা প্রায় সকলের জানা।

ভিভ-নীনার সেই প্রেম জন্ম দেয় একটি ফুটফুটে কন্যার। নীনার কোল আলো করে আসে মাসাবা। এরপর ভিভ দেশে ফিরে যান। এই ঘটনা প্রায় সকলের জানা।

সেই মাসাবা বড় হয়ে এখন নিজেও অভিনেত্রী। ‘মাসাবা মাসাবা’ নামে একটি সিনেমা দিয়েই মাসাবার বলিউডে হাতেখড়ি। সেই মাসাবা গুপ্তা এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন আর এক অভিনেতা সন্দীপ মিশ্রকে।

সন্দীপের বলিউডে হাতেখড়ি হয় ‘নো ওয়ান কিলড জেসিকা’ সিনেমা দিয়ে। মাসাবা ও সন্দীপের বিয়েতে কিন্তু শামিল হতে উড়ে এলেন ভিভ রিচার্ডস। মেয়ের বিয়েতে ভিভ দূরে থাকতে পারলেন না।

নীনা গুপ্তা এখন বিয়ে করেছেন বিবেক মেহেরাকে। মাসাবা সন্দীপকে সঙ্গে করে এবার একটি গ্রুপ ফোটে তুললেন নীনা গুপ্তা। সঙ্গে স্বামী বিবেক এবং প্রাক্তন ভিভ। সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে মেয়ের সঙ্গে বেশ খোশমেজাজেই ধরা পড়েছেন ভিভ রিচার্ডস। মেয়ের সঙ্গে হাসি মুখে ভিভের ছবিও সামনে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk