State

বিশ্বভারতীর উপাচার্য নিয়োগের উদ্যোগ

Published by
Shaoni Dutta

৩ বছর পর অবশেষে স্থায়ী উপাচার্য পেতে চলেছে বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের খোঁজে ইন্টারভিউ নেওয়া হল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরের তরফে। এরফলে গত ৩ বছর ধরে বন্ধ হয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যথাযথ ভাবে শুরু হওয়ার আশায় অধ্যাপক,কর্মী, পড়ুয়ারা।

আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর ২০১৫ সালে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত পদত্যাগ করেন। তারপর থেকেই এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিযুক্ত করা হয়নি কেন্দ্র সরকারের তরফে। ইতিমধ্যে স্বপন দত্ত এবং অধ্যাপিকা সবুজকলি সেন অস্থায়ী উপাচার্যের দায়িত্ব সামলেছেন।

সূত্র অনুসারে জানা যাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন ইন্টারভিউ দিয়েছেন। যাঁদের মধ্যে বিশ্বভারতীর দর্শন বিভাগের অধ্যাপিকা তথা বর্তমান অস্থায়ী উপাচার্য সবুজকলি সেন, দর্শন বিভাগের আর এক অধ্যাপিকা আশা মুখার্জী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক গোপাল মিস্ত্রি রয়েছেন।

Share
Published by
Shaoni Dutta