State

কেরালার পাশে বিশ্বভারতী

Published by
Shaoni Dutta

গোটা পৃথিবী যখন কেরালার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম সাহায্য করছে তখন পিছিয়ে নেই বিশ্বভারতীও। রবিবার একদিকে কর্তৃপক্ষের তরফে সাহায্যের ঘোষণা করা হয়, অন্যদিকে ছাত্ররা অর্থসংগ্রহ করে ত্রাণের জন্য। এই বন্যায় প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বভারতীও। বিশ্ববিদ্যালয়ে কেরালার বেশ কিছু ছাত্র ও শিক্ষক রয়েছেন যাঁদের পরিবার আটকে পড়েছে বন্যায়।

বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হলে ক্ষতিগ্রস্তদের পাশে বারবার দাঁড়িয়েছে বিশ্বভারতী। এবার সমস্ত স্থায়ী কর্মী, অধ্যাপক, শিক্ষক এবং আধিকারিকদের একদিনের বেতন দেওয়া হবে কেরালা সরকারের ত্রাণ তহবিলে। একদিনের বেতনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা হবে বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন।

এর আগেই সকাল থেকে রাস্তায় নেমে পড়েন পড়ুয়ারা। তাঁরা অর্থ সংগ্রহ করেন এবং জানান সেই অর্থ তুলে দেওয়া হবে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে।

Share
Published by
Shaoni Dutta