World

৩৩০ টাকায় কেনা ফুলদানি বিক্রি হল ৮৯ লক্ষ টাকায়

কপাল ফেরা একেই বলে। মাত্র ৩৩০ টাকা দিয়ে কেনা একটি ফুলদানি বিক্রি হয়ে গেল ৮৯ লক্ষ টাকায়। রাতারাতি মোটা টাকা রোজগার করে ফেললেন মহিলা।

Published by
News Desk

তিনি এবং তাঁর স্বামী মাঝেমধ্যেই জিনিসপত্র কিনতে বাড়ির কাছের একটি দোকানে যান। ঘরোয়া নানা প্রয়োজন তো থাকেই। সেসব জিনিস কেনার জন্য তাঁরা ওই দোকানটিকেই বেছে নেন। প্রয়োজনীয় জিনিস পেয়ে যান এখান থেকে। সেদিনও তিনি সেখানে গিয়েছিলেন।

ঘুরতে ঘুরতে একটি ফুলদানির দিকে নজর যায় মহিলার। লাল আর সমুদ্র সবুজ রংয়ের এই ফুলদানিটি তাঁর বেশ পছন্দ হয়। তিনি তা কিনে নেন।

দাম খুব যে বেশি পড়েছিল তা নয়। ৩.৯৯ ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৩০ টাকার মত দামে ওই ফুলদানি নিয়ে বাড়ি ফেরেন মহিলা। বাড়ি ফিরে কিন্তু তাঁর মনে একটা প্রশ্ন জাগে।

তিনি ফুলদানির ছবি তুলে বিভিন্ন জায়গায় পাঠান। যা বিশেষজ্ঞ চোখে পড়তে তাঁরা ওই ফুলদানির ইতিহাস জানান। মহিলা জানতে পারেন ফুলদানিটি যে সে ফুলদানি নয়। ১৯৪২ সালে ইতালির এক ডিজাইনার কার্লো স্কারপা-র তৈরি এই ফুলদানির মূল্য অনেক।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা ওই মহিলা ফুলদানিটি একটি নিলাম সংস্থার হাতে তুলে দিয়ে সেটির নিলামের ব্যবস্থা করেন। যা নিলামে বিক্রি হয় ১ লক্ষ ৭ হাজার ১০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৯ লক্ষ টাকার মত।

ভাগ্য বদলে দেওয়া ফুলদানি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @wrightauction

৩৩০ টাকায় কেনা জিনিস ৮৯ লক্ষ টাকায় বিক্রি হওয়ায় মোটা টাকা রাতারাতি রোজগার হয়ে যায় ওই মহিলার। নিলাম সংস্থা তাদের প্রাপ্য অর্থ কেটে বাকিটা ওই মহিলার হাতে তুলে দেয়। রাতারাতি এমন প্রাপ্তিযোগের জন্য ওই মহিলাও হয়তো তৈরি ছিলেননা।

Share
Published by
News Desk

Recent Posts