World

মদের দোকানে ঢুকে ভাঙচুর করে প্রচুর মদ্যপান, নেশা ছাড়াতে হিমসিম, যে করল সে মানুষ নয়

প্রচুর মদ্যপানের ফলে অনেকে মদ্যপ অবস্থায় নানা কাণ্ড ঘটান। তবে এবার যে মদ্যপ হয়ে কাণ্ড ঘটাল সে মানুষ নয়। তবে তার নেশা ছাড়াতে হিমসিম খেতে হল।

সকলের নজর এড়িয়ে সে লুকিয়ে ঢুকেছিল একটি মদের দোকানে। দোকানে প্রচুর মদের বোতল সাজানো ছিল। পরপর সারি দেওয়া তাকে নানা ব্র্যান্ডের এবং নানা প্রকারের মদের বোতলের সারি।

সেখানে ঢুকে সে ভাঙচুর শুরু করে। মদের বোতল মেঝেতে আছড়ে পড়তে থাকে তার তাণ্ডবে। মেঝেতে বোতল ভাঙছে। তা থেকে মদ গড়িয়ে পড়ছে। আর সেই মদ পান করছে সে।

এভাবে দোকান তছনছ করে নানারকমের মদ্যপান করে এক সময় সে থামে। নেশার ঘোরে কোনও রকমে পৌঁছয় বাথরুমে। তারপর আর তার হুঁশ ছিলনা। বাথরুমেই মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ে সে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশল্যান্ডে। আর যে তুলকালাম করল সে কোনও মানুষ নয়। একটি কালো লোমশ প্রাণি। নাম ব়্যাকুন। উত্তর আমেরিকার বাসিন্দা এই প্রাণি বুদ্ধিমান বলেও পরিচিত। তার তাণ্ডবেই তছনছ হয়ে গেল একটি বিশাল মদের দোকান।

পরে ওই নেশায় চুর ব়্যাকুনটিকে উদ্ধার করেন প্রাণি সুরক্ষার সঙ্গে যুক্ত মানুষজন। তাকে একটি শেল্টারে নিয়ে যাওয়া হয়। যেখানে তার এই নেশার ঘোর কাটিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তারপর সম্পূর্ণ সুস্থ হলে তাকে ফের জঙ্গলে ছেড়ে আসা হয়।

অবশ্য শেল্টারে নিয়ে যাওয়ার আগে একজন অ্যানিম্যাল কন্ট্রোল অফিসার মজা করে বলেন, যে এসব কাণ্ড করেছে তার নেশা ছাড়ানোর চেষ্টা চলছে। নেশার ঘোর কাটলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ব়্যাকুনটির এই ভাঙচুর এবং মদ্যপানের কথা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *