World

যেখানে তার দেখা পাওয়ারই কথা নয়, সেই সমুদ্রসৈকতেই দেখা মিলল নীল বোতাম জীবের

নীল বোতাম বলেই পরিচিত। তবে দেখে অন্য চেনা জলজ বলেই মনে হতে পারে। সবচেয়ে অবাক করল তার দেখা মেলা। যেখানে দেখা মিলল সেখানে তার থাকারই কথা নয়।

Published by
News Desk

সবই কি বদলে যাচ্ছে! আবহাওয়া কি এতটাই বদলাচ্ছে যে জীবজগতকেও বদলে ছাড়ছে! অন্তত একটি ব্লু বটন কলোনি বা নীল বোতাম জীবের একত্রবাস দেখে তেমনই মনে হল সকলের।

যেহেতু এই সমুদ্রসৈকতে ব্লু বটনের দেখা পাওয়ারই কথা নয়, তাই এখানে অনেকেরই অচেনা এই জীব। প্রথমে সমুদ্রের ধারে বেড়াতে আসা মানুষজন একে জেলি ফিশ বলেই মনে করেছিলেন।

তবে পরে ধারনা বদলে যায়। সেটি যে জেলি ফিশ নয়, তা আবার অনেকেই বুঝতে পারেন। অবশেষে বিশেষজ্ঞেরা জানানোর পর সকলে জানতে পারেন বালির ওপর যে নীলচে রংয়ের গোলাকার জীবটির দেখা মিলেছিল সেটি ব্লু বটন।

এটাও জানা গেছে যে ওই গোলাকার ব্লু বটন কোনও একটি ব্লু বটন নয়। বরং প্রচুর ব্লু বটন একত্রে থাকার ফলে সেটি তৈরি হয়েছিল। কারণ সমুদ্রের এই জীব আকারে খুবই ছোট হয়। গরম এলাকায় বেশি থাকে।

তারা হাওয়ার গতি ও সমুদ্রের জলের সঙ্গে ভেসে বেড়ায়। কোন দিকে যাবে সেটা তাদের ওপর নির্ভর করেনা। তারা সেটা নিয়ন্ত্রণও করতে পারেনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মত জায়গায় সমুদ্রের ধারে ব্লু বটনের দেখা মেলা কিন্তু নতুন করে বিশেষজ্ঞদেরও অবাক করল। কারণ আর যাই হোক, ব্লু বটন ভার্জিনিয়ার বিচে আসার কথাই নয়। এই অবাক কাণ্ড যে জলবায়ু পরিবর্তনের ফল সেটা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk