Sports

বিরাটকে বাহবা জানালেন পাক ফ্যানেরা, পাল্টা বিরাটকে ‘জেলে’ পাঠানোর দাবি কামালের

Published by
News Desk

পাকিস্তানকে ধন্যবাদ জানাতে চাই, একটা দারুণ প্রতিযোগিতা খেলল তারা, ফের প্রমাণ করল তাদের দিনে তারা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। ১৮০ রানে পাকিস্তানের কাছে লজ্জার হারের পর বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিরাট কোহলি। তারপরই পাক ফ্যানদের তরফ থেকে ট্যুইটের বন্যা বইতে থাকে। বিরাটকে ধন্যবাদ জানিয়ে সকলেই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। ভারত অধিনায়ককে একজন জেন্টলম্যান বলেও ব্যাখ্যা করেন তাঁরা। এদিকে হারের পর পাক সমর্থকদের তরফ থেকে যখন বাহবা কুড়চ্ছেন বিরাট, ঠিক তখনই বিরাটকে জেলে পাঠানোর দাবি করে ট্যুইট করেন বলিউড অভিনেতা কামাল আর খান। একের পর এক ট্যুইটে তিনি ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ করেছেন। বিরাটের ক্যাচ পরার পরের বলেই ফের ক্যাচ তুলে দেওয়ার পিছনেও ফিক্সিংয়ের অভিযোগ করেছেন কেআরকে। ছাড়েননি যুবরাজ, ধোনিকেও। যদিও এসব ট্যুইটের জন্য কামালকে প্রবল সমালোচনার মুখেই পড়তে হয়েছে। পাকিস্তান সমর্থকদের তরফ থেকেও তাঁকে কড়া আক্রমণের মুখে পড়তে হয়।

 

Share
Published by
News Desk
Tags: Virat Kohli