Sports

পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা আর পাঁচটা ম্যাচের মতই, বললেন বিরাট

Published by
News Desk

প্রতিদ্বন্দ্বী যেই হোক, ক্রিকেট খালাটা তাঁর কাছে একটা খেলা। আর পাঁচটা ম্যাচের মতই একটা ম্যাচ। যেখানে প্রতিপক্ষ নিয়ে বাড়তি কথা মাথায় রাখার কিছু নেই। অন্তত তিনি তো রাখেন না। এদিন এমনই বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তলানিতে ঠেকা ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন ঘৃতাহুতি সীমান্তে পাক বাঙ্কার ধ্বংস বা পাক সেনার হাতে ভারতের ২ জওয়ানের নৃশংস মুণ্ডচ্ছেদ। সব মিলিয়ে ভারত-পাক তিক্ত সম্পর্কের মাঝেই ইংল্যান্ডে আগামী ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২ দেশের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়নের মাঝে এই খেলাকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এদিন সেকথা স্বীকারও করে নিয়েছেন বিরাট কোহলি। তবু পাকিস্তানের সঙ্গে খেলাটা যে তাঁর কাছে আর পাঁচটা ক্রিকেট ম্যাচের মতই তাও এদিন ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে পরিস্কার করে দিয়ে গেলেন বিরাট।

 

Share
Published by
News Desk
Tags: Virat Kohli

Recent Posts