Sports

ধরমশালায় অনিশ্চিত বিরাট

Published by
News Desk

চোটটা লেগেছিল আগের টেস্টে। শরীরটাকে ভাসিয়ে দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান কাঁধে চোট পান বিরাট কোহলি। তাঁর চোট যে ভালই লেগেছে তা সেদিনই সকলের কাছে পরিস্কার ছিল। সেই চোট চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নিয়েই প্রশ্ন তুলে দিল। ধরমশালায় শনিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ও শেষ টেস্ট। তার আগে দলের অধিনায়কই অনিশ্চিত হয়ে ‌পড়াটা অবশ্যই ভারতের জন্য সুখবর নয়। কিন্তু বিরাট এখনও সম্পূর্ণ ফিট নন। ফলে তিনি আদৌও খেলতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শনিবার টস করতে নামার আগে শেষ মুহুর্তের ফিটনেস টেস্টে ১০০ শতাংশ ফিট হিসাবে তাঁকে পাওয়া গেলে তবেই তিনি টস করতে নামবেন। অন্যথা এই টেস্টে পাওয়া যাবেনা বিরাট কোহলিকে।

 

Share
Published by
News Desk