অনবদ্য শিল্পের সঙ্গে স্রষ্টা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @vignesh_sunlight_artist
বিরাট কোহলি ভারতের অন্যতম পরিচিত মুখ। তাঁর চেহারা হাতে এঁকে বা খোদাই করেও অনেকে শিল্পী করে ফেলেছেন। বালি দিয়েও বিরাট কোহলি ফুটে উঠেছেন সমুদ্রের ধারে।
এবার কিন্তু একজন শিল্পী আজব এক উপায়ে বিরাট কোহলিকে ফুটিয়ে তুললেন। আর তা হুবহু ফুটে উঠল। নিখুঁত সেই বিরাট কোহলির মুখ আর শিল্পীর উপায় দেখে কার্যত হতভম্ব হয়ে গেছেন অনেকে। সোশ্যাল সাইটে ইন্ডিয়ান আর্টিস্ট ক্লাব এই অনন্য শিল্পকর্মকে সামনে এনেছে।
ছোটবেলায় তো বটেই এমনকি জীবনের নানা বয়সেই আতস কাচ সূর্যের সামনে ধরার খেলা খেলেছেন মানুষজন। আতস কাচ সূর্যের কড়া রোদে ধরলে আতস কাচ সূর্যের আলোকে একটি বিন্দুতে নিয়ে এসে কাচের উল্টোদিকে ফেলে। যা দিয়ে কাগজ ফুটো করার খেলা অনেকেই মজা করে খেলেছেন।
এবার সেই পথ নিলেন এক শিল্পী। তিনি একটি কাঠের চৌকো টুকরোর ওপর ওই আতস কাচ দিয়ে সূর্যের আলোকে বিন্দুতে এনে ফেললেন। তাতে কাঠ একসময় পুড়তে শুরু করল। আর কাঠ পুড়লে সেখানটা কালো হয়ে যাচ্ছিল।
সেই কালো পোড়া দাগকেই রেখা হিসাবে ব্যবহার করেন ওই শিল্পী। কাঠের ওপর আতস কাচের মাধ্যমে এতটাই সুন্দরভাবে পোড়ানো হয় যাতে বিরাট কোহলি ফুটে ওঠেন।
আর সেটাই হয় ক্রমে কাঠের ওপর পোড়া কালো দাগে স্পষ্ট হয়ে ওঠে বিরাট কোহলির মুখ। এমন শিল্পকর্ম অনেককে অবাক করেছে।