Sports

সৌরভকে এড়িয়ে যেতে নতুন পদক্ষেপ বিরাট কোহলির, আরও তলানিতে সম্পর্ক

বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে কম তোলপাড় হয়নি। এমন এক রিপোর্ট সামনে এল যে এই সম্পর্ক আরও তলানিতে ঠেকল বলে মনে করছেন অনেকে।

Published by
News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায় তখন ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের সভাপতি। সেই সময় বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়াকে সামনে রেখে কম জল ঘোলা হয়নি। তারপর থেকেই বিভিন্ন মহলে এটা প্রচলিত চর্চা ছিল যে বিরাট ও সৌরভের সম্পর্ক তিক্ততায় ভরেছে।

এবার আইপিএল-এ দিল্লি ও বেঙ্গালুরু ম্যাচের একটি ঘটনা সেই জল্পনায় ঘৃতাহুতি দেয়। একটি ছবি সামনে আসে যেখানে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাটকে ডাগ আউটে বসা দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কড়া চোখে তাকাতে দেখা যায়।

সেখানেই শেষ নয়। খেলা শেষ হওয়ার পর একটি ভিডিওতে দেখা যায় সৌরভ বিরাটের সঙ্গে করমর্দন এড়িয়ে যাচ্ছেন। দিল্লি ও বেঙ্গালুরুর ম্যাচের চেয়েও বেশি চর্চা শুরু হয় বিরাট ও সৌরভ সম্পর্ক নিয়ে।

সেই ঘটনার পর এবার একটি এমন রিপোর্ট সামনে এল যা এই চর্চায় সিলমোহরও দিয়ে দিল বলে মনে করছেন অনেকে। বিরাট কোহলি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইন্সটাগ্রামে আনফলো করেছেন।

এটা শনিবারের ঘটনার পরই ঘটল। প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করে বিরাট যে এই সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গেলেন তা নিয়ে দ্বিমত নেই।

বিরাট কোহলি, ছবি – আইএএনএস

ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন এই ২ ভারতীয় ক্রিকেট কিংবদন্তির মধ্যে আদৌ কি কখনও আর সম্পর্ক ঠিকঠাক হবে? নাকি এমনভাবেই আরও তলানিতে ঠেকবে ২ জনের সম্পর্ক? এর উত্তর বোধহয় সময়ই দিতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts