Sports

ব্যক্তিগত বলে আর কিছু রইল না, রেগে আগুন বিরাট অনুষ্কা

তিনি কারও বিনোদনের বস্তু নন। এটা সকলকে মনে রাখতে হবে। ক্ষোভ উগরে এমনই জানালেন বিরাট কোহলি। হোটেলের ঘরে ঘটা ঘটনা মেনে নিতে পারছেন না তিনি।

Published by
News Desk

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে যা চলছে তা নিয়ে তাঁরা সকলেই ক্ষুব্ধ। কখনও প্রশ্ন উঠছে হোটেলের মান নিয়ে, কখনও ঠান্ডা খাবার নিয়ে। এবার খোদ বিরাট কোহলি চটে লাল হয়ে গেলেন।

গত রবিবার অস্ট্রেলিয়ার পার্থ-এ খেলা চলছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার। স্বাভাবিকভাবেই খেলা চলাকালীন বিরাট ছিলেন মাঠে। সেই সময় যা তাঁর হোটেল রুমে ঘটে তা কিছুতেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা।

বিরাট যখন মাঠে তখন তাঁর হোটেলের ঘরের ভিডিও কেউ পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় দেওয়ালের ধারে বিরাটের সারি দেওয়া জুতো রাখা। জার্সি, টুপি একটি জায়গায় রাখা রয়েছে। টেবিলে পড়ে নানা জিনিসপত্র।

এছাড়া দেখা যায় প্রসাধনী। বেডরুম, বাথরুমের ঝলকও নজরে পড়ে। ঘরে কোথায় কি রয়েছে প্রায় সবই তুলে ফেলা হয়েছিল ছোট্ট ভিডিওতে। সেটা কিং কোহলির হোটেল রুম বলে ছড়িয়েও দেওয়া হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরাট।

বিরাটের মতে, সকলেরই ব্যক্তিগত বলে কিছু থাকে। এক্ষেত্রে তাঁর সেটাই রইল না। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

একইভাবে স্বামীর হোটেলের ঘরের ছবি লুকিয়ে তুলে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অনুষ্কা শর্মা। বিরাট অন্যদিকে সাফ জানিয়েছেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো উচিত। তাঁদের বিনোদনের বস্তু ভাবা উচিত নয়।

হোটেলের তরফ থেকে এই ঘটনার পর ক্ষমা চেয়ে জানানো হয়েছে যে বা যাঁরা এই ঘটনায় যুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা প্রায় সকলেই মেনে নিচ্ছেন যে হোটেলের কর্মচারিরা এই ঘটনায় যুক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts