Sports

এমন সুযোগ পাবেন কখনও ভাবেননি, মানলেন বিরাট কোহলি

তিনি যে এমন সুযোগ পাবেন তা ভাবতেও পারেননি। ক্রিকেট নিয়ে একটি টিভি শোতে এমনই জানালেন বিরাট কোহলি।

Published by
News Desk

তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনেক দায়িত্ব। অনেক ব্যস্ততা। বছরভর সিরিজ। দলের সঙ্গে বাইরে থাকা। অন্যদিকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা বলিউড অভিনেত্রী। তাঁর ব্যস্ততাও নেহাত কম নয়। নানা কাজে তাঁকেও ব্যস্ত থাকতে হয়। আবার যদি বিরাট কটা দিন ফাঁক পান তো, স্ত্রী ব্যস্ত থাকেন। ফলে বিয়ে করলেও তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ বড় একটা পান না। লকডাউন সেই সুযোগটা করে দিল।

বিরাট জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী অনুষ্কা ভাবতেও পারেননি কখনও এতটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পাওয়া যাবে। বিরাটের মতে, খুব কঠিন সময়ে পরিস্থিতিকে এমন সুন্দরভাবে দেখাটাই ভাল। আপাতত বিরাট ও অনুষ্কা একটানা গৃহবন্দি। ফলে সারা দিনরাত একসঙ্গে। একে অপরকে এত কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। এটা যে বিরাটের কাছে বড় পাওয়া তা কার্যত মেনে নিয়েছেন তিনি। তাঁর স্ত্রীও যে ঠিক এভাবেই ভাবছেন সেটাও মানছেন ভারত অধিনায়ক।

বিরাট কী তাঁর স্ত্রীর মধ্যে নতুন কিছু খুঁজে পেলেন? বিরাট জানাচ্ছেন, তাঁদের দুজনের একে অপরের প্রতি বিশ্বাস অটুট। এখন একসঙ্গে থাকতে গিয়ে একে অপরের সম্বন্ধে আরও বেশি করে জানতে পারছেন। অনেক ছোট ছোট বিষয় জানতে পারছেন। বিরাটের মতে, তাঁদের ২ জনের পছন্দও সমান। ফলে নতুন কিছু নয়। একে অপরের বিষয়ে যেন এগুলো সবই জানতেন। তাই তাঁদের তালমিলও দারুণ ছিল। আর দারুণ রয়েছেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts