Sports

কার নামের আদ্যক্ষর বুকে করে ঘুরছেন বিরাট

Published by
News Desk

সাদা টি শার্ট। তার ওপর লেখা এ অক্ষর। লাল অক্ষরে লেখা এ। সেটিকে ঘিরে রেখেছে একটি হৃদয়ের ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। বিরাট ছবিতে রয়েছেন খুব চিন্তামগ্ন অবস্থায়। গভীর কিছু নিয়ে চিন্তায়। আর সেই সময় স্ত্রী অনুষ্কা যে তাঁর ছবি তুলে নিয়েছেন তা জানাতে ভোলেননি বিরাট কোহলি। ছবি পোস্টের সঙ্গে সঙ্গে সেকথাও জানিয়েছেন তিনি।

সাদা টিশার্টে যে এ অক্ষরটি দেখা যাচ্ছে তা যে অনুষ্কার আদ্যক্ষর তা বুঝতে কারও সমস্যা হয়নি। বিরাটের পোস্ট করা এই ছবিতে উত্তরও দিয়েছেন অনুষ্কা। কমেন্ট সেকশনে ঢুকে সেখানে হৃদয়ের ইমোজি দিয়ে নিজের কথা বলে দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে ফিরে স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট হাজির ছিলেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে অরুণ জেটলি স্টেডিয়াম করার দিনে। যেদিন দিল্লির ওই স্টেডিয়ামে বিরাটের নামেও একটি স্ট্যান্ড তৈরি হয়েছে।

গত সপ্তাহের শুরুর দিকেও সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কা ছিলেন ভাইরাল। একটি ভিডিও ছড়িয়েছিল সর্বত্র। যাতে দেখা গেছে বিরাট কোহলির হাতে আলতো চুম্বন করছেন অনুষ্কা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দুজনেই কিন্তু ইন্টারনেটে একটি সময়ের ব্যবধানে কোনও না কোনও কারণে ভাইরাল হন। যা তাঁদের জনপ্রিয়তা ধরে রাখতেও কাজে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Virat Kohli

Recent Posts