Sports

বাগদান হচ্ছে না, হলে সকলকে জানিয়েই হবে, ট্যুইটে জানালেন বিরাট

Published by
News Desk

বলিউড তারকা অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর কোনও বাগদান হচ্ছে না। বাগদান করতে হলে সকলকে আগে থেকে জানিয়ে তারপরই বাগদান করবেন তিনি। এদিন ট্যুইট করে সব জল্পনায় জল ঢেলে জানালেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বেশ কয়েকদিন ধরেই বিরাট-অনুষ্কা বাগদান নিয়ে নানা জল্পনা চলছিল। দেরাদুনে সেই বাগদান পর্বে মুকেশ আম্বানির মত শিল্পপতি থেকে অমিতাভ বচ্চনের গোটা পরিবার যোগ দেবেন, এমন কথাও বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। পয়লা জানুয়ারি বাগদানের আগে পুরোহিতের সঙ্গে বিরাট-অনুষ্কা পাকা কথাও সেরে ফেলেছেন বলে খবর রটেছিল। কিন্তু এদিনের বিরাটের একটা ট্যুইট সব জল্পনায় জল ঢেলে দিল।

 

Share
Published by
News Desk
Tags: Virat Kohli

Recent Posts