Entertainment

‘জিরো’-তে স্ত্রীয়ের অভিনয়ে আপ্লুত বিরাট

Published by
News Desk

ভীষণ চ্যালেঞ্জিং রোল ছিল। আর সেই অভিনয়ে অনুষ্কা অসাধারণ। জিরো দেখার পর এভাবেই স্ত্রীয়ের প্রশংসা করলেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের মতে, জিরো সিনেমায় সকলেই তাঁদের কাজ ভালভাবে করেছেন। কিন্তু তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার কাজ দুর্দান্ত। একজন বিশেষভাবে সক্ষম বিজ্ঞানীর চরিত্রে জিরো সিনেমায় অভিনয় করেছেন অনুষ্কা।

আনন্দ এল রাইয়ের পরিচালনায় শাহরুখের জন্য এই সিনেমা একটা চ্যালেঞ্জ ছিল। শাহরুখ খান এখানে এক বামনের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু জিরো নিয়ে এখনও পর্যন্ত সমালোচকরা যা বলছেন তাতে মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। বিরাট কোহলি যদিও সিনেমা দেখে অভিভূত। বিশেষত অভিভূত তাঁর স্ত্রী অনুষ্কার অভিনয় দেখে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk