সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দন গ্রহণ করছেন বিরাট কোহলি, ছবি - আইএএনএস
গত ১৭ বছর ধরে শচীন তেন্ডুলকরের ঝুলিতে ছিল এই রেকর্ড। সেই প্রায় মিথে পৌঁছে যাওয়া রেকর্ডও এদিন ভেঙে গুঁড়িয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মুকুটে রেকর্ড এল উইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমের একদিনের ম্যাচ থেকে। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ড ছিল ভারতের শচীন তেন্ডুলকরের। সেই রেকর্ড এদিন বিরাট ভেঙে দিলেন। তাও আবার শচীনের চেয়ে ৫৪টি ম্যাচ কম খেলেই দ্রুততম ১০ হাজার করার বিরলতম রেকর্ড করে ফেললেন তিনি।
এরইসঙ্গে বিরাট কোহলি হলেন পঞ্চম ভারতীয় ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই ১০ থাউজেন্ড ক্লাবের মেম্বার ছিলেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি। সারা বিশ্বে মাত্র ১২ জন ক্রিকেটার এমন রয়েছেন যাঁদের একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করার কৃতিত্ব রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)