Sports

মধুচন্দ্রিমা শেষ, ফের ২ নম্বরে নেমে গেলেন বিরাট

Published by
News Desk

১ নম্বরে পৌঁছনো এক জিনিস। আর তা ধরে রাখার মত দক্ষতা আর এক জিনিস। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত হারলেও বিরাটের ব্যাট চমকে দিয়েছিল সকলকে। তার জোরেই পয়েন্টের নিরিখে ৩ বছর টানা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রাখা স্টিভ স্মিথকে ঠেলে ২ নম্বরে পাঠিয়ে ১ নম্বরে উঠে এসেছিলেন বিরাট। ভারতের হারের পরও এতে দলের কাটা ঘায়ে কিছুটা মলম পড়েছিল।

কিন্তু এই বিরল কৃতিত্বকে তাড়িয়ে উপভোগ করতে না করতেই তা ফের হাতছাড়া হয়ে গেল। স্টিভ স্মিথকে কিছুই করতে হলনা। তাঁকে ফের ১ নম্বরে তুলে আনল বিরাটেরই ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জঘন্য ব্যাটিংয়ের জেরে বিরাট হারালেন সবে পাওয়া আইসিসি টেস্টে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ফের ফিরে গেলেন ২ নম্বরে।

Share
Published by
News Desk
Tags: Virat Kohli

Recent Posts