Sports

স্বপ্নের বিয়ের রেশ গায়ে মেখে প্রোটিয়া বধের উদ্দেশে সস্ত্রীক বিরাট

Published by
News Desk

ইতালিতে ৪ বছরের প্রেমিকার সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ের পর্ব শেষ। ভারতের বুকে ২ বার আয়োজিত প্রীতিভোজে নেচেগেয়ে আসর জমিয়ে দিয়েছিলেন তিনি। এবারে আরও কঠিন অগ্নিপরীক্ষা দিতে দক্ষিণ আফ্রিকায় নববধূকে সঙ্গী করে পাড়ি দিলেন বিরাট কোহলি।

বিয়ের কারণে বেশ কিছুদিন ২২ গজের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল দেশের ক্রিকেট অধিনায়কের। অনুষ্কার সঙ্গে বিয়ে উপলক্ষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। তাতে কি? ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। খেলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। রক্তে তো তাঁর ক্রিকেট আছে। ‘শাদি কা লাড্ডু’-র স্বাদ তাঁর পারফরমেন্সে তাই কোনরকম প্রভাব ফেলতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসী অধিনায়ক।

প্রোটিয়া বাহিনীর মোকাবিলা করতে তিনি ও তাঁর দল প্রস্তুত। পূর্বের ব্যর্থতা ঝেড়ে ফেলে নিজেদের সর্বশক্তি দিয়ে দক্ষিণ আফ্রিকা জয় করতে মরিয়া ভারতীয় দল। সে কথা বুধবারই স্পষ্ট করে দিয়েছেন ২২ গজের সিংহ। যে হাতে মেহেন্দি পড়েছিলেন, সেই হাতে ব্যাট ধরে ৩টি করে টেস্ট ও টি-২০ ম্যাচ আর ৬টি একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন বিরাট। দক্ষিণ আফ্রিকার ঘরে বিরাটের এই আত্মবিশ্বাসের স্তম্ভ টিকে থাকে কিনা সেটাই এখন দেখার।

Share
Published by
News Desk

Recent Posts