Categories: Sports

দ্বিশতরান করে রেকর্ড গড়লেন বিরাট

Published by
News Desk

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টে ক্যারিবিয়ান পিচে চালকের আসনে বিরাট কোহলির ভারত। আর তা এল ক্যাপ্টেনের হাত ধরেই। প্রথম দিনে ১০০ রান করে বিরাট বুঝিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন হিসাবেও সাফল্যের চূড়া ছোঁয়া তাঁর লক্ষ্য। এদিন তাঁর ব্যাটিং মেশিন থেকে এল দ্বিশতরান। ২৮৩ বলে ২০০ রান করেন বিরাট। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিদেশের মাটিতে দ্বিশতরান করলেন। ইনিংসে একটাও ছক্কা হাঁকাতে না পারলেও ২০০ রান করতে ২৪টি চার মেরেছেন বিরাট। তবে ২০০ রানের মাথায় গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২০০ রানেই এদিন প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ক্যাপ্টেন। তবে প্রথম টেস্টে ভারতকে জয়ের স্বপ্নও দেখিয়ে দিয়ে যান তিনি। এদিকে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৫০০ রানের পাহাড় গড়ে কার্যতই ওয়েস্ট ইন্ডিজ টিমকে বেকায়দায় ফেলে দিয়েছে কোহলি ব্রিগেড। কোহলি তো আছেনই, এদিন রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত সেঞ্চুরি ভারতের জয়ের আশাকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। ভাল ব্যাট করেছেন বাংলার ঋদ্ধিমান সাহা।

Share
Published by
News Desk
Tags: Virat Kohli