Sports

বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলি

Published by
News Desk

ভারতীয় ক্রিকেট বোর্ডের ঠাসা ক্রিকেটসূচী নিয়ে প্রকাশ্যেই বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটের ৩টি ফর্ম্যাটেই সিরিজ খেলার মাত্র ২ দিন পরেই উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকা সফরে। বিরাটের অভিযোগ বিসিসিআই শ্রীলঙ্কার ভারত সফর করানোর জন্য দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিরুদ্ধে ৩টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং ৩টি টি-২০ খেলবে ভারত।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো কতটা কঠিন তা যে কোনও ক্রিকেটপ্রেমী জানেন। বিরাটের অভিযোগ সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেটের মধ্যে দিয়ে যাচ্ছে দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সামলানোর পর এখন শ্রীলঙ্কার সাথে টেস্টযুদ্ধ চলছে। ফলে শক্তিশালী প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার পরিবেশের উপযোগী অনুশীলন থেকে বঞ্চিত হচ্ছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে টানা খেলতে থাকায় দলকে ক্লান্তিও গ্রাস করছে।

চলতি বছরের শেষেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় চূড়ান্ত হয়েছিল। কিন্তু মাঝে সময় এদিক ওদিক করে শ্রীলঙ্কার ভারত সফর ঢোকানো হয়েছে। ফলে শ্রীলঙ্কার সঙ্গে খেলার পর দলকে সামান্যতম জিরোবার সময়টুকুও রাখেনি বিসিসিআই। ভারত অধিনায়ক তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিদেশের মাঠে ব্যর্থ হলেই আছড়ে পড়বে সমালোচনার ঝড়। কিন্তু একবারও ভেবে দেখা হবে না প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কতটা সময় পেল দল। এই ধরণের পরিস্থিতির শেষ হওয়া প্রয়োজন বলে দাবি করেন বিরাট।

Share
Published by
News Desk

Recent Posts