Sports

শচীনের কাছের বন্ধু দেশের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় এখন দাঁড়াতেই পারছেন না

বয়স ৫২ বছর। এখনই সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। বেশ কয়েকজনকে তাঁকে ধরে রাখতে হচ্ছে। এ কি অবস্থা শচীন তেন্ডুলকরের কাছের বন্ধু তথা ক্রিকেট তারকার।

Published by
News Desk

তাঁকে শচীন তেন্ডুলকরের চেয়ে কম ধরা হতনা। এতটাই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। যে ৭ বছর ভারতের হয়ে খেলেছেন, ততদিনই নিজের ভয়ংকর দাপুটে ব্যাটিংয়ের ছাপ রেখেছেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ শচীন তেন্ডুলকরের চেয়েও তাঁকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন।

একসময়ের সেই তারকা ক্রিকেটারের ভয়ে কাঁপতেন বিশ্বের তাবড় বোলারও। কিন্তু আচমকাই ক্রিকেট দুনিয়া থেকে হারিয়ে যান তিনি। সামনে আসতে থাকে তাঁর অনিয়মিত জীবনযাপনের কথা।

বেপরোয়া জীবনযাপন তাঁর ক্রিকেট জীবনও শেষ করে দেয়। শচীন তেন্ডুলকরের খুব কাছের বন্ধু ছিলেন তিনি। সেই মানুষটির এখন যে ছবি সামনে এসেছে তাতে তা অত্যন্ত কষ্টকর।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। যার সত্যতা যাচাই করেনি নীলকণ্ঠ ডট ইন। তবে সে ছবিতে যাঁকে দেখা গেছে তিনি বিনোদ কাম্বলি বলেই দাবি করা হয়েছে।

দেখা গেছে তিনি সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না। পা বেঁকে যাচ্ছে। তাঁকে বেশ কয়েকজনের কাঁধে ভর দিতে হচ্ছে। কার্যত বিনোদ কাম্বলিকে তুলে নিয়ে আসতে হচ্ছে।

মাত্র ৫২ বছর বয়সে তাঁর শারীরিক অবস্থা দেখে কার্যতই ভেঙে পড়েছেন তাঁর ভক্তেরা। এমন এক ক্রিকেট প্রতিভার এই অবস্থা কীভাবে তাও জানতে চান সকলে।

বিনোদ কাম্বলি যে শারীরিক নানা সমস্যায় জর্জরিত, তাঁর হার্ট অ্যাটাকও হয়ে গেছে, এগুলো জানা ছিল। তবে যে ছবি সামনে এসেছে তাতে সকলে কার্যত হতবাক হয়ে গেছেন।

Share
Published by
News Desk
Tags: Vinod Kambli

Recent Posts