Sports

মন্দিরে রাত কাটালেন দেশের হয়ে পদক আনা কুস্তিগিরেরা, কনকনে ঠান্ডায় ঠায় বসে তাঁরা

কনকনে ঠান্ডার সঙ্গে লড়াই করেও রাতে মন্দিরে কাটিয়ে সকাল থেকে ফের খোলা আকাশের নিচে ঠায় বসে আছেন দেশের হয়ে পদক আনা কুস্তিগিরেরা।

Published by
News Desk

দিল্লিতে এখন ঠান্ডা ১ থেকে ২ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে। সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। মানুষ বাড়িতে সব বন্ধ করে রুম হিটার চালিয়ে গায়ে গরম পোশাক চাপিয়েও শীত অনুভব করছেন। সেখানে খোলা আকাশের নিচে কি পরিস্থিতি তা অনুমেয়।

কিন্তু সেই খোলা আকাশের নিচেই ঠায় বসে আছেন দেশের সেরা কুস্তিগিরেরা। যাঁদের গোটা দেশ এক ডাকে চেনে। সেই বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগট সহ দেশের ৩০-এর ওপর সেরা কুস্তিগির দিল্লি যন্তর মন্তরে কাটাচ্ছেন।

প্রতিবাদের ভাষা তাঁদের ধর্না। সেখানেই বৃহস্পতিবারও সারাদিন তাঁরা বসে থাকেন। ভোরে মন্দির থেকে যন্তর মন্তরে ধর্নায় আসার আগে তাঁরা মন্দিরের প্রসাদ খেয়ে প্রাতরাশ সারেন।

ঘটনার সূত্রপাত ভিনেশ ফোগটের দাবিকে সামনে রেখে। ফোগট বোনেদের এক বোন ভিনেশ ভারতের মহিলা কুস্তিগিরদের মধ্যে অন্যতম সেরা। তিনি দাবি করেন দেশের কুস্তি ফেডারেশনের কোচেরা এবং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মহিলা কুস্তিগিরদের সঙ্গে অভব্য আচরণ করেন।

এই ২ জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ভিনেশ। তাঁর সেই অভিযোগকে সমর্থন জানিয়ে অন্য কুস্তিগিররাও তাঁর পাশে এসে দাঁড়ান।

কুস্তিগিররা ফেডারেশনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। ব্রিজভূষণ শরণ সিংকে সরানোরও দাবি উঠেছে।

এই পরিস্থিতিতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর দাবি, দেশের মুখ উজ্জ্বল করা কুস্তিগিরদের অভিযোগের পরেও কেন্দ্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেনা। হরিয়ানা সরকারও চুপ করে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts