Categories: Sports

বিজেন্দ্রকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Published by
News Desk

ডব্লিউবিও এশিয়া প্যাসেফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নের খেতাব জেতার জন্য বক্সার বিজেন্দ্র সিংকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পেশাদার কেরিয়ারে এটাই অলিম্পিকে পদকজয়ী বিজেন্দ্রর সবচেয়ে বড় সাফল্য। ১০ রাউন্ডের ম্যাচে কেরি হোপকে পরাজিত করে বিজেন্দ্র উঠে এলেন বিশ্ব ক্রমতালিকার ১৫ নম্বরে।

শনিবার বিজেন্দ্রকে উৎসাহ দিতে নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে হাজির ছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ছিলেন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, যুবারজ সিং থেকে শুরু করে রণদীপ হুডা, নেহা ধুপিয়ার মত বলিউড তারকারা। নিরাশ করেননি বিজেন্দ্র। বিজেন্দ্রর এই স্বপ্নের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

Share
Published by
News Desk